নিউজগার্ডেন ডেস্ক: গত ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের রাজনৈতিক কর্মসূচী চলাকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র কাকরাইলস্থ কেন্দ্রীয় ভবনে হামলা, ব্যাপক ভাংচুরের ধ্বংসযজ্ঞ সৃষ্টি ও পার্কিংয়ে থাকা দু’টি বাস পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আইডিইবি চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে ৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আইডিইবি চট্টগ্রাম জেলা শাখার সাবেক সহ-সভাপতি প্রকৌশলী মোঃ রহিম উল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী জাফর আহমেদ সাদেক, বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী প্রদীপ কান্তি বিশ্বাস।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবি সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলার সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন জনশক্তি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)’র কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী মোঃ জিয়া উদ্দিন, পিজিসিবি ডিপ্রকৌস’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, আইডিইএ’র কেন্দ্রীয় সহ-সভাপতি প্রকৌশলী এস.এম. মাহফুজুর রহমান, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্রকৌস চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সাধারণ সম্পাদক প্রকৌশলী এখলাস উদ্দিন আহমেদ, গণপুর্ত ডিপ্রকৌস চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী মোঃ তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ করিম উদ্দিন, বাংলাদেশ রেলওয়ে ডিপ্রকৌস’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আনোয়ারুল ইসলাম, শিক্ষা প্রকৌশল ডিপ্রকৌস’র সাধারণ সম্পাদক প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা, শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্র ডিপ্রকৌস’র সাধারণ সম্পাদক প্রকৌশলী প্রান্ত সরকার, সিডিএ ডিইএ’র সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ ইমতিয়াজুল হক, সড়ক ও জনপথ ডিপ্রকৌস চট্টগ্রামের সহ-সভাপতি প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া, টিএসপি ডিপ্রকৌস সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ তৌহিদুল আনোয়ার, চট্টগ্রাম সিটি করপোরেশন ডিপ্রকৌস’র কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ এনামুল হক, প্রফেশনাল ডিইএ চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শুভাশিস দাশ শুভ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আইডিইবি দেশ ও জাতির সেবায় গত ৫৩ বছর ধরে কারিগরি ও অকারিগরি খাতে গবেষণা, জ্ঞান অন্বেষন, জরুরি জনগুরুত্বপূর্ণ ইস্যুতে সুপারিশ ও কর্ম পরিকল্পনা প্রণয়ন কাজে নিয়োজিত থেকে রাস্ট্রকে সর্বাত্মক সহযোগীতা প্রদান করে আসছে।
সম্পূর্ণ অরাজনৈতিক প্রতিষ্ঠান আইডিইবি’র কেন্দ্রীয় ভবনে রাজনৈতিক ছদ্মবেশে ন্যাক্কারজনক হামলা, ব্যাপক ভাংচুর করে ক্ষতিসাধন ও গাড়িতে অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।