নিউজ ডেস্ক

যুবদল নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছেন দীপ্তি ও শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগসহ ১ দফার দাবীতে মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে শুরু হওয়া দেশব্যাপী সর্বাত্মক অবরোধের প্রথম দিনে বন্দর নগরী চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেইটে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উপর পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং নেতৃবৃন্দকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন- জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তল্লাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবী আদায়ের লক্ষ্যে এই আন্দোলন সংগ্রাম চলছে। চলমান আন্দোলনকে বন্ধ করতে না পেরে বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে দেশজুড়ে শত শত গায়েবি মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রামেও এর ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে নগরীর বিভিন্ন থানায় গায়েবি মামলা দায়ের ও নেতাকর্মীদের বাসায় বাসায় হয়রানি, পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করছে পুলিশ বাহিনী।
নেতৃবৃন্দ চট্টগ্রামে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালনকালে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন সাজু, সহ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, যুবদল নেতা মোঃ গোলাম নবী আপেল, চান্দগাঁও থানা যুবদল নেতা মোঃ বেলাল, আকবর শাহ থানা যুবদল নেতা মোঃ আলমগীর, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোঃ মান্নান, ৩৫ নং বকশিরহাট ওয়ার্ড যুবদল নেতা সেলিম খান, ফয়সাল হোসেন মুন্না, মঞ্জুর আলম, ১৬ নং চকবাজার ওয়ার্ড যুবদল নেতা মোঃ মামুন, ১৭ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ জাহেদ, ৩৮ নং দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড যুবদল নেতা মোঃ মহিউদ্দিন, পাহাড়তলী থানা যুবদল নেতা মোঃ ফরহাদ হোসেন, খুলশী থানা যুবদল নেতা মোঃ বাবুল হোসেন, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা মোঃ মোস্তফাসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল গায়েবি মামলা প্রত্যাহার এবং শর্তহীন মুক্তি দাবি করেন।

মন্তব্য করুন