
নিউজগার্ডেন ডেস্ক: দেশ ও জাতির স্বপ্ন ২০৪১ সালের ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশের ভিশন বাস্তবায়নের লক্ষ্যে কৃতি শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তথ্য প্রযুক্তির সদ্যবহার করে নিজ, পরিবার ও দেশের ভাগ্য পরিবর্তন করতে হবে। আজকের সফলতায় আত্মতুষ্টিতে না ভুগে ভবিষ্যত লক্ষ্য অর্জনে কঠোর পরিশ্রম করতে হবে। চলনে চিন্তায় মেধার বহি:প্রকাশ ঘটাতে হবে। মানবিক গুণ ও প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ ও দেশের মানুষকে ভালোবাসতে হবে, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে। সর্বোপরি নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একজন আলোকিত মানুষই পারে সমাজ ও দেশকে আলোকিত করতে।
আজ চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের উদ্যোগে নগরীর হল-২৪ মিলনায়তনে এসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম উপরোক্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাউন্ট এভারেষ্ট জয়ী প্রথম বাংলাদেশী মুসা ইব্রাহীম, চট্টগ্রাম কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মো: নাজিউর রহমান মিয়া, এসোসিয়েশনের ১ম সহ-সভাপতি মোঃ আলতাফ হোসেন চৌধুরী (বাচ্চু), সাধারণ সম্পাদক কাজী মাহমুদ ইমাম (বিলু) ও সাংস্কৃতিক সম্পাদক শিহাব চৌধুরী বিপ্লব। কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তাসনিম জারিন ইসমি, মো: মাহমুদুর রহমান ও কানিজ ফাতেমা ঐশী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য পার্থ প্রতীম বড়–য়া (জয়)।
সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কৃতি শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মানবিক গুণাবলীর অধিকারী হবে। সফলতার ধারা বজায় রেখে দেশের বিকাশ ও স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নিজেদের নিয়োজিত করতে হবে। অনুষ্ঠানে ২০২১, ২০২২ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ১৮২ জন এবং ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৫২ জনসহ মোট ২৩৪ জন কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়া গোল্ডেন জিপিএ প্রাপ্ত ৯৭ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।