১ দফা দাবীতে দেশব্যাপী বিএনপি’র শান্তিপূর্ণ অবরোধের ৩য় দিন পাহাড়তলী ও বায়েজিদে মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের ৩য় দিন সমর্থনে যুবদল ও ছাত্রদলের মিছিল অনুষ্ঠিত হয়। আজ ২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে পাহাড়তলী ও বায়েজিদ এলাকায় যুবদলের নেতাকর্মীরা মিছিল করেন।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংসদ বিলুপ্ত অবৈধ সরকারের পদত্যাগ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অবরোধের ৩য় দিন পালন করেছে।
তারা বলেন, ২৮ অক্টোবর থেকে এ পর্যন্ত অধিকার আদায়ে আন্দোলনরত নিরীহ নেতাকর্মীকে হত্যা করেছে এই অবৈধ সরকার। সারাদেশে গত কয়েকদিন যাবৎ নির্বিচারে নেতাকর্মীদের বাড়ি-ঘরে তল্লাশির নামে ভাংচুর ও নিরীহ পরিবার পরিজনদের অত্যাচার ও নিপীড়ন করা হয়। হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে। আমরা সরকারের এই অবিবেচক আচরণের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেফতারকৃত রাজবন্দীদের মুক্তি দাবি করেন।

এতে বক্তব্য রাখেন মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন