নিউজগার্ডেন ডেস্ক: আগামী ৪ নভেম্বর (শনিবার) ৫২তম জাতীয় সমবায় দিবস উদযাপনের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় সমবায় দপ্তরের উদ্যোগে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৯ টায় ষোলশহর এলজিইডি প্রাঙ্গণ হতে সমবায় র্যালি। সকাল ৯.৪৫ টায় জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন। এরপর সকাল ১০ টায় ষোলশহরস্থ এলজিইডি মিলনায়তনে সমবায় দিবসের মূল প্রতিপাদ্য বিষয় “সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্তী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এম.পি। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরে আলম মিনা বিপিএম (বার), চট্টগ্রাম জেলা প্রশাসক আবুলবাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
দিবসের তাৎপর্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান। সভাপতিত্ব করবেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন), মুহাম্মদ আনোয়ার পাশা (যুগ্ম সচিব)। অতিথিবৃন্দের বক্তব্য শেষে সাড়ে ১২ টায় রয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।