নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে খুলশী থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হোসেন মিঠু, আকবরশাহ থানা যুবদল নেতা নিজাম উদ্দিন ঢালী, ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মোঃ জামাল, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ আক্তার, ২২ নং এনায়েতবাজার ওয়ার্ড যুবদল নেতা সাদাত হোসেন আবুল, ৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড যুবদল নেতা রবিউল ইসলাম রবি, বালুচড়া ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক যুবদল নাছির উদ্দীন চৌধুরী, বাংলাবাজার ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও যুবদল নেতা গোলাম হক্কানিকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেন, বিএনপি দেশবাসীর স্বার্থে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক উপায়ে ও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের হত্যা, নির্যাতন, মিথ্যা মামলা হয়রানি, গ্রেপ্তার করে অতীতে জনগণের অধিকার আদায়ের আন্দোলন কেউ ঠেকিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না, ইনশাআল্লাহ।
গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণকারী এবং দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, বিদ্যুৎ-জ্বালানিসহ মানুষের মৌলিক সমস্যা সমাধানে ব্যর্থ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হয়ে আগামী রবি ও সোমবারের অবরোধ কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
সেই সাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।