আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন মোশাররফ হোসেন দীপ্তি ও মুহাম্মদ শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: সাবেক মন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীকে বিনা ওয়ারেন্টে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, এই অবৈধ সরকার আবারও ২০১৪ ও ২০১৮ এর মতো প্রহসনের নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর ভয়াবহ দুঃশাসন জারি রাখতে চায়। এই উদ্দেশ্যকে সামনে রেখে তারা বিএনপির নেতাকর্মীদের মনোবল ভেঙে দিতে শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে সকল পর্যায়ের নেতাকর্মীকে গণহারে গ্রেফতার করতে বেপরোয়া হয়ে উঠেছে। তারই ধারাবাহিকতায় গতরাতে জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই-বিএনপি নামক রাজনৈতিক দলটি দুর্বল নয়, এই দলটি বিপুল জনসমর্থিত একটি রাজনৈতিক দল। এই দলের নেতাকর্মীদের ওপর যতই দমনের স্টিম রোলার চালানো হোক না কেন, চলমান গণ-আন্দোলনের ঢেউকে বাধাগ্রস্ত করা যাবে না। তীব্রতর আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করতে জনগণ সংকল্পবদ্ধ। আর অচিরেই এ অবৈধ সরকারের পতন হবে।
নেতৃদ্বয় অবিলম্বে এদেশের পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকসহ সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মন্তব্য করুন