নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমীর খসরুমাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর পাহাড়তলী, চান্দগাঁও, ডবলমুরিং, আকবর শাহ ও ৪৩ নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও থানা যুবদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করেই জনগণ রাজপথ ছাড়বে। বর্তমান শাসকগোষ্ঠী বিএনপি’র নেতৃত্বে চলমান অবরোধ কর্মসূচিতে ভীত হয়ে পড়েছে বলেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। সরকার ভাবছে-এভাবে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং জুলুম চালালে বিএনপির আন্দোলন স্তব্ধ হয়ে যাবে। অচিরেই এ অবৈধ সরকারের পতন হবে। ইনশাআল্লাহ।
এতে যুবদলের মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।