চট্টগ্রামে যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন দীপ্তি ও শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুমাহমুদ চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে চট্টগ্রামে বিভিন্ন থানায় যুবদল নেতাকর্মীদের নামে গায়েবি মামলা ও নগরীর ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ নজরুল ইসলাম বাবু, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ নুরুল হক, মোহাম্মদ মামুন ও ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদল নেতা মোঃ শিমুল ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা মোঃ সোহাগকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, সরকার গায়েবি মামলা দিয়ে বিএনপি, যুবদলসহ বিরোধী দলের নেতাকর্মীদের জুলুম আর হয়রানির ভয়ংকর আবর্তের মধ্যে ঠেলে দেয়া হয়েছে। গ্রেফতার এড়াতে ফসলের মাঠসহ বনে বাদারে নানা অনাবাসযোগ্য জায়গায় নেতাকর্মীদের আশ্রয় নিতে হচ্ছে। মামলা, হয়রানি গ্রেপ্তার করে জনগণের চলমান এক দফার আন্দোলনকে বন্ধ করা যাবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আওয়ামীলীগ একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করে একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ, পরিস্থিতিকে তারা পুরোপুরি নস্যাৎ করে দিতে চায়। আওয়ামী লীগ একটি গণতন্ত্র বিরোধী শক্তি, সন্ত্রাসী শক্তি, তারা দেশের মানুষের অধিকারকে হরণকারী শক্তি। আওয়ামী লীগ অতীতেও একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলো এখনো তারা একই উদ্দেশ্যে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করতে চায়।

নেতৃদ্বয় অবিলম্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুমাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতৃবৃন্দসহ সারাদেশে গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীদের নামে গায়েবি মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান।

মন্তব্য করুন