নিউজ ডেস্ক

৪৮ ঘন্টার অবরোধ চলাকালে নগরীতে যুবদলের মিছিল ও সমাবেশ

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে দেশব্যাপী টানা ৪৮ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে নগরীর পাহাড়তলী বাজার ডিটি রোড, বাকলিয়া কালামিয়া বাজার এক্সেস রোড, পাঁচলাইশ বিবিরহাট, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আরাকান সড়কের সিএন্ডবি পেট্রোল পাম্প রোড, ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বড়পুলে ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড সিটি গেইট এলাকাসহ নগরীর বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে মহানগর ও থানা যুবদলের নেতাকর্মীরা।
মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে ২য় দফায় টানা ৪৮ ঘন্টা শান্তির্র্পণভাবে নজিরবিহীন অবরোধ পালনের মাধ্যমে জাতি ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে চায়, দেশে আর কোন পাতানো নির্বাচন ও একদলীয় বাকশালী নির্বাচন জাতি মেনে নিবে না।
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
বক্তরা আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দেশের মানুষ আজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে এসেছে। বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের কোন স্বপ্ন জাতি পূরণ হতে দিবে না। অবিলম্বে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিন ও দেশব্যাপী গণগ্রেফতার বন্ধ করুন। নেতৃবৃন্দ ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সফল করার জন্য চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, মোহাম্মদ আলী সাকি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, মোঃ ওমল ফারুক, সম্পাদক মহিউদ্দিন মুকুল, হামিদুল হক চৌধুরী, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মোঃ মুছা, পাঁচলাইশ থানা যুবদলের যুগ্ম আহবায়ক হুমায়ুন আহমেদ, মোহাম্মদ নাছির, ৭নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ জাবেদ হোসেন, সোলাইমান হোসেন মনাসহ যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

মন্তব্য করুন