নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে বুধবার থেকে শুরু হওয়া তৃতীয় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির ১ম দিনে অবরোধের সমর্থনে নগরীর পাহাড়তলী পুলিশ বিট-রেলগেইট, খুলশী আমবাগান সড়ক, চান্দগাঁও বাহির সিগন্যাল, ডবলমুরিং চৌমুহনী-হালিশহর সড়ক, বায়েজিদ ২ নং জালালাবাদ সড়ক, চান্দগাঁও থানা পুরাতন সড়ক, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড আরাকান সড়কসহ নগরীর বিভিন্ন সড়কে পিকেটিং, মিছিল ও সমাবেশ করেছে মহানগর, থানা ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।
উক্ত কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারের সকল অন্যায় ও অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে যেভাবে সমগ্র দেশবাসী জেগে উঠেছে, এবার আন্দোলন সফল করেই জনগণ তাদের অধিকার আদায় করে নিবে ইনশাআল্লাহ।
আওয়ামী দুঃশাসনে অতিষ্ঠ জাতি ফ্যাসিবাদ থেকে মুক্তি পেতে চায়, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার একদফা দাবিতে ৩য় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির প্রথম দিনে চট্টগ্রামসহ সারাদেশের মানুষ শান্তিপূর্ণভাবে পালনের মাধ্যমে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করেছে। দেশে আর কোন পাতানো নির্বাচন ও একদলীয় বাকশালী নির্বাচন জাতি মেনে নিবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনর্বহাল করে ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
বক্তরা বলেন, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দকে কারাগারে রেখে দেশে একতরফা নির্বাচনের কোন স্বপ্ন জাতি পূরণ হতে দিবে না।
নেতৃবৃন্দ অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ কারান্তরীণ রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, সি. যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন, যুগ্ম সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, সেলিম উদ্দিন রাসেল, খুলশী থানা যুবদলের আহবায়ক মোঃ হেলাল হোসেন, নগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, থানা যুবদলের আহবায়ক বজল আহমেদ, সদস্য সচিব শওকত খাঁন রাজু, মোর্শেদ কামাল, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল আলম, যুগ্ম আহবায়ক নুর নবী, আলী আহসান মাসুম ও ওয়ার্ড যুবদলের আহবায়ক আবু বক্কর বাবুসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।