
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাও থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাব্বত হোসেন, পাঁচলাইশ থানা যুবদল নেতা মোহাম্মদ রেজাউল, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা মোঃ মহিউদ্দিন, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড যুবদল নেতা মোঃ আরিফ, মোঃ সাগরকে অন্যায় ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
যৌথ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন কোনো সরকার দমন করতে পারেনি, তেমনি বর্তমান সরকারও পারবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন বানচাল করার হীন উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের সরকার অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে। ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতনের স্বীকার জনগণের পিঠ দেয়ালে গিয়ে ঠেকেছে। ক্ষমতা হারানোর ভয়ে তারা সরকার দিশেহারা হয়ে পড়েছে।
নেতৃদ্বয় আরও বলেন, সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য গায়েবি মামলা সাজিয়ে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় চট্টগ্রামেও যুবদলের গ্রেপ্তার করে গায়েবি মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে।
আমরা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের সকল নেতাকর্মীদের নামে গায়েবি মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তি দাবি করছি।