সরকারের দমন-পীড়ন যত বাড়ছে রাজপথ ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে: যুবদল

নিউজগার্ডেন ডেস্ক: এই অবরোধ স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের জন্য, দেশব্যাপী তীব্র গণআন্দোলন শুরু হয়েছে, এবার জনগণ এই সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরবে। সারা বাংলাদেশে এই অবরোধ চলছে এবং চলবে। জনগণের দাবি আদায়ের এক দফা সরকার পতনের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি, যুবদলসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করবে।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে তৃতীয় দফায় টানা ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির শেষ দিনে অবরোধের সমর্থনে নগরীর বায়েজিদ অক্সিজেন হাটহাজারী মহাসড়ক, পাহাড়তলী ডিটি রোড, চান্দগাঁও আরাকান সড়ক, আকবর শাহ থানার ইম্পেরিয়াল হাসপাতাল-জাকির হোসেন সড়ক ও হালিশহর বন্দর লিংক রোডসহ নগরীর বিভিন্ন সড়কে পিকেটিং, মিছিল ও সমাবেশ করেছে মহানগর, থানা ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা, এতে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন।

বক্তরা আরও বলেন, সরকার গণ-আন্দোলনে জনগণের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা জনতার শান্তিপূর্ণ আন্দোলনের ওপর রাষ্ট্রশক্তির অপব্যবহার ও দলীয় সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে গোটা দেশেই এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। সারাদেশেই নির্বিচারে গণগ্রেপ্তার চলছে। কিন্তু সরকারের দমন-পীড়ন যত বাড়ছে রাজপথ ততই অগ্নিগর্ভ হয়ে উঠছে। তারা কোনোভাবেই জনগণের এই উত্তাল স্রোত রুখতে পারবে না। বরং গণরোষেই সরকারকে ক্ষমতা থেকে লজ্জাজনকভাবে বিদায় নিতে হবে।
এতে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন