নিউজ ডেস্ক

যুবদল নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ জানিয়েছেন দীপ্তি ও শাহেদ

নিউজগার্ডেন ডেস্ক: চলমান অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি, যুবদলসহ দলের নেতাকর্মীদের গণহারে গ্রেফতারের ধারাবাহিকতায় নগরীর হালিশহর থানা ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড যুবদল নেতা সাগর রেজা, কোতোয়ালী থানা যুবদল নেতা কফিল উদ্দিন, ৩৪নং পাথরঘাটা যুবদল নেতা সুব্রত আইচকে গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ যৌথ এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার ১দফা দাবিতে চলমান আন্দোলন অব্যাহত রয়েছে। বিএনপির শীর্ষস্থানীয় নেতাবৃন্দসহ অসংখ্য নেতাকর্মীকে সরকার গ্রেফতার করে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে আবদ্ধ করে রেখেছে এবং গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন দমন করার লক্ষ্যে নানা ষড়যন্ত্র ও কূটকৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। জাতিসংঘসহ বিশ্বের সকল মানবাধিকার সংস্থা বাংলাদেশে গণগ্রেফতার নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করছে। দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিসহ বিরোধী দলগুলোকে পাশ কাটিয়ে সরকার গৃহপালিত ও নামকাওয়াস্তে বিরোধী দল তৈরি করে নির্বাচনী বৈতরণী পার করার অশুভ চক্রান্তে মেতে উঠেছে। জনগণ সরকারকে গণতন্ত্রের নামে তামাশা করার কোনো সুযোগ দিবে না।
নেতৃদ্বয় সরকারের সমস্ত জুলুম-নির্যাতন ও গ্রেফতার-হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 

মন্তব্য করুন