
নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামস্থ ভোলা ও বরিশাল বিভাগীয় জনকল্যাণ কর্মজীবি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে বাদুরতলা বড় গ্যারেজস্থ হারেছ শাহ মাজার সংলগ্ন আজ ১০ নভেম্বর (শুক্রবার) বিকাল ৩ টায় অফিস উদ্বোধন অত্র সমিতির সভাপতি জাকির হোসেন মহাজন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হাওলাদার’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোরশেদ আলম। প্রধান বক্তার ভোলা জেলা সমিতির সভাপতি মোহাম্মদ ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সমিতির সাধারণ সম্পাদক মো: জিল্লুর রহমান রায়হান, ভোলা জেলা সমিতি ৬ অঞ্চলের সভাপতি মো: তসলিম, বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ফেডারেশনের সি: সহ-সভাপতি মো: মাইনুদ্দিন, বাস মিনিবাস হিউম্যান হাওলার শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: শাহআলম হাওলাদার, ভোলা জেলা সমিতি ৬ অঞ্চলের সাধারণ সম্পাদক মো: শাহাবুদ্দিন, ভোলা জেলা মার্সেন্ট শ্রমিক ইউনিট সভাপতি মো: হারুন, জঙ্গল সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান গোলাম গফুর, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো: শাহিন ভূঁইয়া, হালকা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সেলিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম এম্বুল্যান্স মালিক সমিতির সভাপতি নুর মোহাম্মদ, চাক্তাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো: সেলিম, মোহাম্মদীয়া ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক মুসলিম উদ্দিন, বাদুরতলা ব্যবসায়ী সমিতির সভাপতি মো: জাহেদ, সাধারণ সম্পাদক জাশেদ প্রমুখ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি কাউন্সিলর মোরশেদ আলম বলেন, সংগঠিত হয়ে যে কোন কাজ সমাধা করা যায়। সমাজের জন্য কিছু করতে হলে সংগঠিত হতে হবে। আমরা সংগঠিত হতে না পারলে সমাজ বা রাষ্ট্রকে কিছু দিতে পারবো না। তাই আমাদের সকলকে সংগঠিত হয়ে থাকতে হবে। তাতেই আমাদের কল্যাণ আসবে।