নিউজগার্ডেন ডেস্ক: সরকারের দমন-পীড়ন এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক যৌথ বিবৃতিতে বলেন
গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমন করার জন্য বেআইনিভাবে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে যাচ্ছে।
চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ মিনহাজ, থানা যুবদল নেতা ইরফান ফরহাদ, ইরফান হোসেন সুজন ও ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবদল নেতা সফিকুল ইসলামসহ যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তার ও গায়েবি মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতৃদ্বয় আরও বলেন, বিনা ভোটের সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশে গণতন্ত্র ও মৌলিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচি চলতেই থাকবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ সারাদেশে দলের অসংখ্য নেতাকর্মীর নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করে জেলে আটকে রাখা হয়েছে। আমরা এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।