দোহাজারীতে ‘শেভরণ ল্যাব’ উদ্বোধন

নিউজগার্ডেন ডেস্ক: বর্ণাঢ্য কর্মসূচির মধ্যদিয়ে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেড’র শাখা উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার সকালে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাট ও বস্ত্র এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। উদ্বোধক ছিলেন শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী (প্রা.) লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক ডা. বিশ্বনাথ দাশ। শেভরণ- দোহাজারী শাখার সহকারী পরিচালক পুলক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দোহাজারী পৌরসভার মেয়র আলহাজ্ব মো. লোকমান হাকীম, চন্দনাইশ মুক্তিযোদ্ধা কমানডার জাফর আলী হিরো ও দৈনিক আজাদীর জ্যেষ্ঠ প্রতিবেদক চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি কবি-সাংবাদিক শুকলাল দাশ।
অন্যদের মধ্যে উপস্থিত শেভরন’র চেয়ারম্যান ডা. মো. ফরিদুল আলম, ম্যানেজিং ডা. বিশ্বনাথ দাশ, ডিরেক্টর (এডমিন) ডা. বিদ্যুৎ কান্তি বিশ্বাস, পার্চেজ ডিরেক্টর প্রফেসর ডা. মো. ইকবাল হোসাইন, ডিরেক্টর ও হেড অব অপারেশনস মো. আলী আলমাহের গোলাম তাসাদ্দেক মুর্তজা, জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল, শেভরণ-দোহাজারী শাখার চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন, ম্যনেজিং ডিরেক্টর গনেশ দে, দোহাজারী পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত আইসি বিল্লাল হোসেন, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আবদুস শুক্কুর, কৃষকলীগ নেতা নবাব আলী, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি আবিদুর রহমান বাবুল, দোহাজারী প্রেসক্লাব সভাপতি নাসির বাবলু, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের সেক্রেটারি মো. কমরুলদ্দিন, সাংবাদিক মো. নুরুল আলম, সাংবাদিক মুহাম্মদ এরশাদ, সাংবাদিক আজগর আলী সেলিম, একাউন্স ম্যানেজার সঞ্জয় দাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন এডভোকেট সাদ্দাম হোসেন নীরব।
সাংসদ নজরুল ইসলাম চৌধুরী বলেন- চিকিৎসক, রোগী ও সংশ্লিষ্টরা আন্তরিক হলে বিদেশ যেতে হবে না। দেশেই উন্নত চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ আরোগ্য লাভ সম্ভব। দোহাজারীর মত জনগুরুত্বপূর্ণ এলাকায় এ ধরনের প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। এতে রোগী সাধারণের সেবা ও মালিকদের আর্থিক লাভ দুটিই হবে। তবে, ব্র্যান্ড প্রতিষ্ঠান শেভরনের গুণগত মান ধরে রাখতে হবে।
পরিচালকবৃন্দ বলেন, চাহিদার কারণে চট্টগ্রামের স্বনামধন্য শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরী আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দক্ষিণ চট্টগ্রামের বাণিজ্যিক উপশহর দোহাজারীতে শাখা উদ্বোধন করা হয়। আর্থিক নয়, গণমানুষের কল্যাণে শেভরণ পরিবার কাজ করে আসছে, ভবিষ্যতেও মানুষের কল্যাণে পাশে থাকবে। আধুনিক ও উন্নত চিকিৎসা সেবা প্রদান করা হবে। উদ্বোধনী দিনেই অনেক রোগী তাদের আস্তা এবং ভালবাসার প্রতিষ্ঠান শেভরণে সেবা নিতে আসেন।

মন্তব্য করুন