নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৪র্থ দফায় অবরোধ কর্মসূচির ১ম দিনে চট্টগ্রামে নগরীর পাহাড়তলী নয়াবাজার এলাকায় মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে থানা যুবদল, পাঁচলাইশ হামজারবাগ এলাকায় পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো. আলী সাকি’র নেতৃত্বে থানা যুবদল, আগ্রাবাদ এক্সেস রোড-গাউছিয়া মোড় এলাকায় ডবলমুরিং থানা যুবদল, খাতুনগঞ্জ ও আছাদগঞ্জ এলাকায় কোতোয়ালী থানা যুবদল ও স্বেচ্ছাসেবক দল, পশ্চিম মাদারবাড়ি ডিটি রোড-সদরঘাট এলাকায় থানা যুবদল ও চান্দগাঁও এক কিলোমিটার সড়কে চাঁন্দগাও থানা যুবদলের নেতাকর্মীরা মিছিল ও সড়ক অবরোধ করে মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা।
এতে বক্তারা বলেন, এ সরকারের সময় ফুরিয়ে এসেছে। প্রতিবেশী দেশের সহায়তায় ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার মরণ খেলায় মেতে উঠেছে। জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করে সরকার আবারো এক তরফা নির্বাচনের পাঁয়তারা করছে। কিন্তু দেশের মানুষ অতীতের মতো রাতের বেলা ভোট ডাকাতির কোনো সুযোগ সরকারকে দিবে না।
জনগণের দাবি আদায়ের এক দফা সরকার পতনের আন্দোলন সফল না হওয়া পর্যন্ত বিএনপি, যুবদলসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করবে। মুক্তিকামী জনগণ অবৈধ সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। এদেশের জনগণ অধিকার আদায়ে রাস্তায় নেমে এসেছে। তারা এই আওয়ামী সরকারকে আর এক মুহূর্তও ক্ষমতায় দেখতে চায় না। আমরা রাজপথে নেমেছি, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থেকে ফিরে যাবো না। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই অবরোধসহ নানা ধরনের আন্দোলন কর্মসূচি চলছে এবং চলবে ইনশাআল্লাহ।
বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ আলী সাকী, মহানগর যুবদলের সম্পাদক মহিউদ্দিন মুকুল, সহ সম্পাদক মাহবুবুর রহমান, হামিদুল হক চৌধুরী, সদস্য আবদুল্লাহ আল মামুন, থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, যুগ্ম আহবায়ক রিদুয়ান হোসেন জনি, ইয়াছিন আরাফাত রিয়াদ, মোহাম্মদ নাছির, মিলন মাহমুদ, ওয়ার্ড যুবদলের সি.যুগ্ম আহবায়ক সোলাইমান হোসেন মনা, সাইফুল ইসলাম, মাসুদ আলম, মোহাম্মদ ফিরোজ, পাঁচলাইশ থানা যুবদল নেতা ডা: রাহাত হোসেন, মাসুদ রানা, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ সাইফুল, আসলাম হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ।