নিউজগার্ডেন ডেস্ক: ভারত ও চীনের প্রতি বাংলাদেশের চলমান গণতান্ত্রিক আন্দোলন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলন রত বিরোধী দলের যৌক্তিক দাবি ও অভিপ্রায়ের প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, সদস্য সচিব ডা. খুরশীদ জামিল চৌধুরী, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক নছরুল কাদির, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সেলিম জানে আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনেওয়াজ, ড্যাব চট্টগ্রাম জেলা সভাপতি ডা. তমিজ উদ্দিন মানিক, ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ডা. আব্বাস উদ্দিন। বিবৃতিতে তারা বলেন, ভারত ও চীন বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু। তাই বন্ধু প্রতিম দেশ হিসেবে তাদের উচিত গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকারসহ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে এই আন্দোলনের প্রতি সমর্থন জানানো। ভারত বলছে তারা বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও সহযোগী। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু বাংলাদেশে গত ১৫ বছর যাবৎ জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত, দমন-পীড়ন ও গায়েবী মামলার মাধ্যমে একদলীয় শাসন কায়েম করার অভিপ্রায় এগিয়ে চলেছে বর্তমান ক্ষমতাসীন সরকার। বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আজ স্বৈরশাসনের কবলে বন্দি। তাই বিষয়টি সার্বিকভাবে পর্যবেক্ষণের জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদাতারা বলেন, চীন সরকার ও চীনের জনগণের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুদিনের। বাংলাদেশের উন্নয়নে চীন ইতিমধ্যেই বহু অর্থ বিনিয়োগ করেছে। এই অর্থের ব্যাপক অপব্যবহার, লুটপাট করছে বর্তমান সরকার। বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নিবে এব্যাপারে চীনের বক্তব্যসমূহে তারা একমত। কিন্তু জনগণের সিদ্ধান্ত পদদলিত করে দমন পীড়নের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেওয়া থেকে বঞ্চিত করেছে বর্তমান সরকার। চীনা সরকারকে এব্যাপারে বাস্তবসম্মত ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে বাংলাদেশের জনগণের অভিপ্রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন পেশাজীবী নেতৃবৃন্দ।