নিউজ ডেস্ক

‘একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র কোনভাবেই মেনে নেবে না’

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৪র্থ দফায় ৪৮ ঘন্টা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নগরীর পাহাড়তলী ঢাকা ট্রাংক রোডে থানা যুবদলের মিছিল, বায়েজিদ অক্সিজেন কুয়াইশ সড়কে থানা যুবদলের মিছিল, আরাকান সড়কে চান্দগাঁও থানা যুবদল, ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল ও বন্দর টিলায় ৩৯ নং ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন স্থানে যুবদলের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশ করে।
এসময় নেতৃবৃন্দ বক্তব্যে বলেন, “দেশের গণতন্ত্রপ্রিয় মানুষ সরকারের একতরফা নির্বাচনী তফসিল ঘোষণার ষড়যন্ত্র কোনভাবেই মেনে নেবে না এবং শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে দেশে কোন নির্বাচনও হতে দেবে না”
এসম বক্তরা বলেন, চলমান অবরোধ কর্মসূচি গণমানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার অবরোধ। সর্বোপরি দুর্নীতিবাজ, খুনী ও মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার সর্বাত্মক অবরোধ।
এই কঠোর অবরোধের মাধ্যমেই ফ্যাসীবাদী, স্বৈরাচারি ও জুলুমবাজ সরকারকে ক্ষমতা থেকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, “দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান এই অবরোধ অব্যাহত রাখা হবে, দেশের জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায় নৈশ্যভোটের সরকারকে ইতোমধ্যেই লালকার্ড দেখিয়ে দিয়েছে। জোর করে তাদের পক্ষে আর ক্ষমতায় থাকার সুযোগ নেই। তা উপলব্ধি করতে পেরেই গণবিচ্ছিন্ন সরকার জনগণের ওপর পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে। কিন্তু পুলিশ দিয়ে জনতার যৌক্তিক আন্দোলন কোনভাবেই দমন করা যাবে না বরং বীর জনতা সকল বাধা-প্রতিবন্ধকতা উপেক্ষা করেই স্বৈরাচারি সরকারের পতন ঘটাবে।”
নেতৃবৃন্দ সরকারকে শুভবুদ্ধির পরিচয় দিয়ে গণদাবি মেনে নিয়ে অবিলম্বে পদত্যাগ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ জাতীয় নেতৃবৃন্দ নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গুলজার হোসেন, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সদস্য সাইদুল হক সিকদার, থানা যুবদলের সদস্য সচিব মঞ্জুরুল আলম মঞ্জু, শওকত খাঁন রাজু, ওয়ার্ড যুবদলের আহবায়ক মোঃ হাসান, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামসুল হক রানা মির্জা, মোঃ দিদারুল আলম দিদার, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, এইচ এম অভিসহ প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন