নিউজগার্ডেন ডেস্ক: অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১দফা দাবীতে অবরোধ কর্মসূচি চলাকালে চট্টগ্রামে নগরীর ৩৩নং ফিরিঙ্গি বাজার ওয়ার্ড যুবদল নেতা আতিকুর রহমান খাঁন, ২২ নং এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ফারুক, ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ইউনুসসহ যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, “সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছেন। ‘যুবদলসহ দলের নেতা-কর্মীদের প্রতিদিন গণহারে গ্রেপ্তারের ফলে দেশে একটি চরম অস্থিরতা ও ভীতির পরিবেশ বিরাজ করছে।’
আজ বিএনপির ডাকা ও সব গণতন্ত্রকামী রাজনৈতিক দল সমর্থিত শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিকে এরা রক্তাক্ত পন্থায় দমন করতে উঠে পড়ে লেগেছে। এরা সারাদেশেই বিএনপির নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করে অবরোধ কর্মসূচিকে বানচাল করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হচ্ছে।
এভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে গায়েবি মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন কোনো সরকার দমন করতে পারেনি, তেমনি বর্তমান সরকারও পারবে না। আমরা সরকারের এই সব অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।