দুই দিন ব্যাপী শিল্পী শওকত জাহানের চিত্র প্রদর্শনী

নিউজগার্ডেন ডেস্ক: আগামী ১৭ ও ১৮ নভেম্বর চিত্র শিল্পী শওকত জাহানের উদ্যোগে শিশু শিল্পীদের দেশের বৃহত্তম চিত্র প্রদর্শনী চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে বিকাল ৩টা থেকে শুরু হবে। ১৭ নভেম্বর লায়ন হুমাযুন কবিরের সভাপতিত্বে বিকাল ৩টায় চিত্র প্রদশর্নী উদ্বোধন করবেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোশাররফ হোসেন, প্রধান আলোচক থাকবেন বাংলাদেশ রংতুলি আসরের চেয়ারম্যান নূরুল আজিম হিরু, বিশেষ অতিথি থাকবেন সাংবাদিক দেব প্রসাদ দাস দেবু, সংগঠক ইন্টু মনি তালুকদার এবং ইমপ্রেশন এন্ড প্রিন্টিং এর পরিচালক শফিউল হক, সার্বিক পরিচালনায় থাকবেন আয়োজক চিত্র শিল্পী শওকত জাহান।
১৮ নভেম্বর শনিবার বিকাল ৩টায় শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে শিশুদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (দক্ষিণ)) নোবেল চাকমা (পিপিএম), প্রধান আলোচক থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ সভাপতি এবং চ্যানেল আইয়ের ব্যুারো চীফ চৌধুরী ফরিদ, বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বন্দর শাপলাকুড়ি স্কুলের প্রিন্সিপ্যাল মোখতার হোসাইন, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসো. কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম এবং সেন্ট লরেন্স একাডেমীর প্রিন্সিপ্যাল রেজিনা হালদার এবং বিশিষ্ট সংগঠক ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্কুলের সিনিয়র শিক্ষক রেজাউল আবেদীন ইউছুপ। চিত্র প্রদর্শনী ১৭ এবং ১৮ নভেম্বর বিকাল ৫টা থেকে ৭টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য করুন