নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রামে নগরীর ১২ নং সরাইপাড়া ওয়ার্ড যুবদল নেতা মোঃ আল আমিন, মোঃ হৃদয় ও ইপিজেড ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ড যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম বাবুসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার ও গায়েবি মামলা দায়ের করে হয়রানির প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ যৌথ এক বিবৃতিতে বলেন ‘আওয়ামী সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। বর্তমান ফ্যাসিস্ট সরকার নাগরিকদের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়ে প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। এই ফ্যাসিস্ট সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। দেশের জনগণ আজ জেগে উঠেছে। জনতার আন্দোলনের কাছে নতি শিকার করে এ সরকারকে বিদায় নিতে হবে, ইনশাআল্লাহ’।
নেতৃদ্বয় বলেন, সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য বিরোধী মতের লোকজনকে গণহারে গ্রেফতার এবং দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে।
পুলিশ বিনা কারণে প্রতিনিয়ত নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে। এভাবে নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে জেলে ঢুকিয়ে জনগণের আন্দোলন অতীতে যেমন কোনো সরকার দমন করতে পারেনি, তেমনি বর্তমান সরকারও পারবে না। আমরা সরকারের এই সব অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
নেতৃদ্বয়, সরকারের সকল অগণতান্ত্রিক ও স্বৈরাচারী কর্মকান্ডের বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার জন্য আমরা দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।