নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নেজামুদ্দীন বলেছেন, হজ এক গুরুত্বপূর্ণ ইবাদত। ইসলামের পাঁচ রুকন বা মূল স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হজ। হজব্রত পালনের নির্দেশ দিয়ে মহান আল্লাহ বলেন, “তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ, ওমরাহ পূর্ণ করো।” (সূরা বাকারা, আয়াত : ১৯৬)। উপরোক্ত আয়াতে হজ ও ওমরাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। এ কথার গভীর তাৎপর্য রয়েছে। হজ এবং ওমরাহ দুনিয়ার কোনো স্বার্থ, লোভ-লালসা, মর্যাদা বা খ্যাতি লাভের উদ্দেশ্যে করলে আল্লাহর দরবারে তা কবুল হবে না, তা হতে হবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। আত্ম-বিশ্লেষণের দ্বারা ইসলামের এ গুরুত্বপূর্ণ ইবাদত যাতে সঠিকভাবে পালন করা সম্ভব হয়, সে ব্যাপারে সবার সচেতন হওয়া বাঞ্ছনীয়।
তিনি আজ ১৮ নভেম্বর (শনিবার) সকাল ১১ টায় ২০২৩ ইংরেজী হজ্জ পুনর্মিলন ও ২০২৪ সালের হজ্জ প্যাকেজ পর্যালোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আল-মারচুচ হজ্ব কাফেলার চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ মোরশেদুল আলমের সার্বিক ব্যবস্থাপনায়
আয়োজিত অনুষ্ঠান হাফেজ ইমরান জেহাদীর কুরআন তেলোয়াতের মাধ্যমে সূচিত হজ্জ প্যাকেজ পর্যালোচনা অনুষ্ঠান চট্টগ্রাম সরকারী সিটি কলেজের রসায়ন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক মোহাম্মদ হোসাইন চৌধুরীর সভাপতিত্বে ও আল-মারচুচ হজ্ব কাফেলার মোয়াল্লিম আলহাজ্ব মাওলানা সরওয়ার আলমের পরিচালনায় চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি অধ্যাপক ড. আলহাজ্ব মৌলানা জুনাইদ, গারাঙ্গিয়া আলিয়া মাদরাসার মোহাদ্দেস আলহাজ্ব মাওলানা মহিউদ্দিন, বাঁশখালী মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আরিফুল্লাহ, শুভেচ্ছা বক্তব্য রাখেন মুহাম্মদ সরওয়ার কামাল, বড়মিয়া জামে মসজিদের খতীব মাওলানা আকতার হোসেন প্রমুখ।