হরতালের সমর্থনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পিকেটিং

নিউজগার্ডেন ডেস্ক: বিএনপি এবং বিরোধী দলের ডাকা ৪৮ ঘন্টার হরতালের সমর্থনে বিশ্ববিদ্যালয় – হাটহাজারী সড়কে পিকেটিং করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ ১৯ নভেম্বর (রবিবার) সকালে চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহশিন এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়ের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় হাটহাজারী সড়ক অবরোধ করে পিকেটিং করে চবি ছাত্রদলের নেতাকর্মীরা।

এসময় শাটল ট্রেন চলবে না, বাসের চাকা ঘুরবে না, হরতাল হরতাল বলে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।

একদফা দাবী এখন বাংলাদেশের জনগণের গণমানুষের দাবী। যে দাবীতে বাংলাদেশের মানুষ স্বতস্ফূর্ত ভাবে সাড়া দিচ্ছে এবং অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। জোর করে শিক্ষার্থীদের ক্লাশ পরীক্ষা নেওয়া যাবে না।

 

মন্তব্য করুন