নিউজ ডেস্ক

পটিয়া মুজাফরাবাদ কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: পটিয়া মুজাফরাবাদ কলেজে গতকাল অভিভাবক সমাবেশ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মোহাম্মদ আবু ছৈয়দ’র সভাপতিত্বে ও ইংরেজি বিষয়ের প্রভাষিকা কনিকা দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক কৌশিক চৌধুরী, জৈষ্ঠ্য প্রভাষক নুরুল ইসলাম, জৈষ্ঠ্য প্রভাষিকা নাছরীণ আখতার, প্রভাষিকা গোপা চৌধুরী, প্রভাষক আব্দু শুক্কুর, প্রভাষক প্রবীর মিত্র, প্রভাষক বাবলুর রহমান ও প্রভাষক মোহাম্মদ রেজাউল করিম।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন জাফর আলম ও নুরজাহান বেগম। এতে অভিভাবক – শিক্ষকবৃন্দ তাদের বক্তব্যে ছাত্র-ছাত্রীদের নিয়মিত শ্রেণিতে উপস্থিত থেকে পরীক্ষায় ভাল ফলাফল লাভে সচেষ্ট হওয়ার জন্য তাগিদ দেন। আসলে পড়ালেখা হচ্ছে আমাদের জ্ঞান আহরণের মাধ্যম। অর্থাৎ জ্ঞানার্জনের জন্য পড়ালেখা। আর পরীক্ষা হচ্ছে পড়ালেখার মাধ্যমে আমাদের কতটুকু জ্ঞানার্জন হল তা পরিমাপ করার মাপকাঠি।

 

মন্তব্য করুন