নিউজ ডেস্ক

নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে সমগ্র জাতি: যুবদল

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১দফা দাবি ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক হরতালের সমর্থনে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার অলংকার-সিডিএ মার্কেট মোড়, কোতোয়ালী থানার জেল রোড-বদরপাতি এলাকায়, চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও, বাহির সিগন্যাল এলাকায় মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের উদ্যোগে পৃথকভাবে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা বলেন, সমগ্র জাতি ও দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। আওয়ামী লীগ কখনোই গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধের সহায়ক শক্তি ছিল না, এখনো নয়। তারা যতবার ক্ষমতায় এসেছে ততবারই গণতন্ত্র ও জনগণের ভোটের অধিকার নিয়ে নগ্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতে তারা দেশের সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করে দেশে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। কিন্তু তাদের সে ষড়যন্ত্র বেশিদিন স্থায়ী হয়নি। কিন্তু তাদের মাথা থেকে এখনো বাকশালী ভূত নেমে যায়নি।
এই অবরোধ স্বৈরাচার ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের জন্য। দেশব্যাপী তীব্র গণআন্দোলন শুরু হয়েছে, এবার জনগণ এই সরকারের পতন নিশ্চিত করে ঘরে ফিরবে। সারা বাংলাদেশে এই হরতাল-অবরোধ চলছে এবং চলবে। এই ষড়যন্ত্রমূলক ও গণবিরোধী তফসিল বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না যুবদল। যুবদল নেতৃবৃন্দ অবিলম্বে তফসিল বাতিল করে সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, ফজলুল হক সুমন, খুলশী থানা যুবদলের আহবায়ক মো. হেলাল হোসেন, কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরু, নগর যুবদলের সহ সম্পাদক আবু বক্কর সিদ্দিকী বাবু, সদস্য আবদুল্লাহ আল মামুন, কোতোয়ালী যুবদলের সদস্য সচিব মো. হাসান, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম রুবেলসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।

 

মন্তব্য করুন