মোঃ ছরওয়ার কামাল: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মালবাহী পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বাইক আরোহী প্রাণ হারিয়েছেন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খালেকের দোকান এলাকায় রবিবার (১৯ নভেম্বর) বেলা ১১ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরিফ হোসেন (২৩) ও মনমত বৈরাগি (৩৫)। আরিফ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বড়গাছি আন্দিপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে ও আরএফএল কোম্পানিরর বিক্রয় প্রতিনিধি। মনমত বৈরাগি বরিশালর উজিরপুর থানার কাউরেখা গ্রামের স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে ও রয়েল সিমেন্ট কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মুহাম্মদ এরফান বলেন, রবিবার সকালে একটি মোটর সাইকেলে দুইজন কক্সবাজারের দিকে যাওয়ার পথে জনার কেঁওচিয়া মাদারবাড়ি ডিম হাউস কমিউনিটি সেন্টারে পাশে খালেকের দোকান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দুজনকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।