নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর ২নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের আহবায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মো. নেজাম, ৪নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা ইমতিয়াজ হাসান, ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের নিউ শহীদ লাইন ইউনিট যুবদলের সাধারণ সম্পাদক মো. রাসেলের ছোট ভাই মহিন উদ্দিনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘সরকার বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জেলে বন্দি করে এখন নেতাকর্মীদের পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও নানানভাবে হয়রানি করছে। আমরা সরকারের জুলুম-নির্যাতন এবং এসব বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গণতন্ত্র পুনরুদ্ধার ও অধিকার আদায়ে চলমান ১ দফার আন্দোলনে মুক্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। তাই ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে পড়েছে। নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও পরিবারের সদস্যদের ভয় দেখিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। দেশের মানুষ আজ জুলুমবাজ সরকারের অবর্ণনীয় জুলুমের শিকার এবং তারা মজলুম হিসেবে আর্তনাদ করছে। সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি, যুবদলসহ দলের নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। গোটা দেশ আজ এক বৃহৎ কারাগারে পরিণত করা হয়েছে। অতীতে জুলুম-নির্যাতন করে কেউই রক্ষা পায়নি, বর্তমান জালিম সরকারও রক্ষা পাবে না, ইনশাআল্লাহ।