নিউজগার্ডেন ডেস্ক: নির্বাচনী তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে চলমান অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে সরকার দিশেহারা। সরকার তার মরণযাত্রা রোধ করার জন্য চট্টগ্রামসহ সারা দেশে বিএনপি, যুবদল ও দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ওপর বর্বরোচিত মামলা, হামলা, নির্যাতন ও গণগ্রেপ্তার অভিযান অব্যাহত রেখেছে।
তারই ধারাবাহিকতায় বিনা ওয়ারেন্টে পুলিশ মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাকে গ্রেপ্তার করেছে,
এছাড়াও অবরোধকে কেন্দ্র করে গতকাল গভীর রাতে নগরীর চান্দগাঁও থানা যুবদল নেতা মোরশেদ ফয়সাল ও ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ আলাউদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
শুধু মাত্র চট্টগ্রাম মহানগরীতেই যুবদলের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশে এক নারকীয় পরিবেশ তৈরি করা হয়েছে।
কিন্তু গণবিরোধী এই সরকার ইতিহাস ভুলে গেছে হামলা-মামলা, জেল-জুলুম করে ক্ষমতা চিরস্থায়ী করা যায় না। জনগণের আন্দোলনের জোয়ারে তাদের পতন অনিবার্য। অবিলম্বে মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাসহ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে গ্রেপ্তারকৃত যুবদলের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।