নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা যুবদল নেতা রিয়াজ আরাফাত, খুলশী থানা যুবদল নেতা মো. শাহীন, মো. খোরশেদ ও ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড যুবদল নেতা মো. করিমসহ যুবদল নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও ধারাবাহিক হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ যৌথ এক বিবৃতিতে বলেন ‘বিএনপিহ যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে সরকার, কিন্তু বিএনপির নেতাকর্মীরা মামলা-হামলা, নির্যাতন-নিপীড়নকে আর ভয় পায় না’।
সরকারের পায়ের নিচের মাটি আর অবশিষ্ট নেই বলেই তারা এখন হিংস্রতার শেষ সীমানায় চলে গেছে। আর এজন্য তারা বিএনপি, যুবদলসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারে দেশব্যাপী ক্র্যাকডাউন চালাচ্ছে।
অবৈধ ক্ষমতা ধরে রাখতে সরকার এখন ঘাতকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং বিএনপিসহ গণতন্ত্রকামী রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর বিষদাঁত বসাতে শুরু করেছে। তবে জনগণ এখন সরকারের বিষদাঁত ভেঙে দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে। বর্তমান শাসকগোষ্ঠীর নির্যাতন-নিপীড়ন যত ভয়াবহ হবে ততোই জনগণ বলিয়ান হয়ে সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়ন করে ছাড়বে ইনশাআল্লাহ। অবৈধ সরকারের বিরুদ্ধে বিজয় এখন জনগণের দোরগোড়ায়।’
নেতৃদ্বয় অবিলম্বে চট্টগ্রামে গ্রেপ্তারকৃত যুবদলের সকল নেতাকর্মীর নি:শর্ত মুক্তির জোর দাবি জানান।