মোঃ ছরওয়ার কামাল: দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় অবৈধভাবে টিলা কাটায় দুজনকে জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
এ সময় অবৈধভাবে টিলা কেটে পুকুর বানানোর অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় নুরুল মোস্তফাকে ৩০ হাজার টাকা এবং অবৈধভাবে টিলা কেটে মাটি ইটভাটায় ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় বিবিসি ব্রিক ফিল্ডের ম্যানেজার মোঃ মনিরুল ইসলাম ছোটনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।