নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে ৭ম দফায় বিএনপির ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে রোববার (২৬ নভেম্বর) চট্টগ্রামে যুবদলের উদ্যোগে নগরীর অলংকার সিডিএ মার্কেট পাহাড়তলী ডিটি রোডে পাহাড়তলী ও খুলশী থানা যুবদল, একে খান মোড়- ইস্পাহানি রেল গেইট এলাকায় শনিবার রাতে আকবর শাহ থানা যুবদলের মশাল মিছিল, বায়েজিদ অক্সিজেন কুয়াইশ সড়কে বায়েজিদ থানা যুবদল, আতুরার ডিপো এলাকায় পাঁচলাইশ থানা যুবদল ও খাতুনগঞ্জ এলাকায় কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৃথকভাবে উক্ত কর্মসূচিতে যুবদলের নেতৃবৃন্দ বলেন, ‘জনগণ রাজপথে নেমেছে অধিকার আদায়ের দুর্বার আন্দোলনে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দিলে সরকারের পতন হবে। আপনারা যে তফসিল ঘোষণা করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করুন। নির্বাচন স্থগিত করে আগে পদত্যাগ করুন। অন্যথায় এই ফরমায়েশি তফসিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না, জনগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে’।
নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পদত্যাগ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ হাজার-হাজার নেতাকর্মীর মুক্তি এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।
এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, পাঁচলাইশ থানা যুবদলের আহবায়ক মো. আলী সাকি, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন হেলাল, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক হামিদুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম বাবু, ফারুক হোসেন স্বপন, নেজাম উদ্দীন, সদস্য সাইদুল হক সিকদার, আবদুল্লাহ আল মামুন, বায়েজিদ থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, আকবর শাহ থানা যুবদলের সদস্য সচিব মো. ইলিয়াস খাঁন, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম জহির, যুবদল নেতা সরওয়ার উদ্দিন সেলিম, হুমায়ুন আহমেদ, মোহাম্মদ নাছির, সোলাইমান হোসেন মনা, মো. ওমর ফারুক, মো. কাউছারসহ প্রমুখ নেতৃবৃন্দ।