নিউজ ডেস্ক

‘সরকার জনগণের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছে’

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা ও নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে চলমান অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় সোমবার (২৭ নভেম্বর) এক যৌথ বিবৃতিতে বলেন, সরকার জনগণের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়েছে। অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে শুধু চট্টগ্রাম মহানগরীতে যুবদলের প্রায় শতাধিক নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি পরিবারের সদস্যরাও নানাভাবে হয়রানি ও নির্যাতন শিকার হচ্ছে।
দেশকে আজ পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। সরকারের ফরমায়েশে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অন্যায় ভাবে সাজার রায় ঘোষণা করা হয়েছে। গণগ্রেপ্তার, জেল-জুলুম হুলিয়া, গুম, খুন করে বিরোধী মতকে দমানো যাবে না। জুলুম-নির্যাতনের পরিণতি কখনও শুভ হয় না। এ সরকারের পতন অনিবার্য। আমরা অবিলম্বে যুবদলের সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন