নিউজ ডেস্ক

ইভা আর্ট ফ্যাশন’র পরিচালক সুমন দাশগুপ্ত’র স্মরণে শোক সভা অনুষ্ঠিত

নিউজগার্ডেন ডেস্ক: লুসাই ভবন পরিবারের অন্যতম সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ইভা আর্ট ফ্যাশন’র পরিচালক সুমন দাশগুপ্ত’র অকাল মৃত্যুতে লুসাই ভবন পরিবার’র উদ্যোগে শোক সভা আজ ২৭ নভেম্বর, বিকাল ৪ টায় লুসাই ভবনে কামরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।শোক সভায় বক্তব্য রাখেন রতন কান্তি ধর, রাজীব শীল, বিশ্বজিৎ পাল, সুজন দাশগুপ্ত, লিপটন সিংহ, রাহুল বড়–য়া ও আবদুল হান্নান কাজল।

বক্তারা বলেন, সুমন দাশগুপ্ত একজন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে সর্ব মহলে সমাদিত। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সদালাপি, সর্বজনপ্রিয় এবং নিরোহংঙ্কারী একজন মানুষ। তিনি অত্যন্ত প্রাজ্ঞ, জ্ঞানী, নির্লোভ, নিরহংকারী, সদা হাস্যাজ্জ্বল, বন্ধু বৎসল সর্বোপরি সকল মহলের কাছে গ্রহণযোগ্য আপাদমস্তক একজন সাদা মনের মানুষ। এ গুণী ব্যবসায়ী মানুষকে আপন করে নিতে পারতেন। ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালনকালীন এ ব্যবসায়ী তিনি যা অবদান রেখে গেছেন তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি কি মানুষ ছিলেন, কতটা ভালো মানুষ ছিলেন, কতটা তিনি জনপ্রিয় ছিলেন সেটা নতুন করে ব্যাখ্যা করে বলার কিছু নেই।

মন্তব্য করুন