নিউজ ডেস্ক

‘বাংলাদেশকে এক আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে’

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম ও ৩৫ নং বক্সির হাট ওয়ার্ড যুবদল নেতা মো. বেলালকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ যৌথ এক বিবৃতিতে বলেন, প্রায় প্রতিদিনই চট্টগ্রামে যুবদলসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। মামলা-হামলা, জেল – জুলুম নির্যাতন চালিয়ে দেশকে এক আতঙ্কের জনপদে পরিণত করা হয়েছে।’ ‘গণতন্ত্রের লেবাসে কর্তৃত্ববাদী সরকার জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগের এইসব ফ্যাসিবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তীব্র গণআন্দোলন গড়ে তুলে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে।

দেশে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই। বিনা ভোটের সরকার আবারো বিরোধী দলকে নির্বাচনের বাইরে রেখে খালি মাঠে গোল দেওয়ার ষড়যন্ত্র করছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতাদের অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে। নেতাকর্মীদের দ্রুত সাজা দেওয়ার জন্য পুরোনো রাজনৈতিক মামলাগুলো সচল করা হয়েছে। কোনো কোনো মামলায় আসামিদের অনুপস্থিতিতে চার্জ গ্রহণ ও শুনানি না করেই প্রতিপক্ষের নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে।’

স্বাধীন বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছু নেই। দেশটাকে আজ জাহান্নামে পরিণত করা হয়েছে।’ নেতৃদ্বয় যুবদল নেতাকর্মীদের গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে সকল রাজবন্দীদের মুক্তি দাবি করেন।

মন্তব্য করুন