
নিউজগার্ডেন ডেস্ক: সরকার পতনের একদফা দাবি ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে পিকেটিং করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় বিএনপির ১০জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
হরতালের সমর্থনে সকাল ৯টার দিকে নগরীর কালামিয়া বাজার এলাকায় পূর্ব বাকলিয়া ওয়ার্ড মহিলাদলের মিছিল করার সময় ওয়ার্ড় মহিলা দলের সাধারণ সম্পাদক কহিনুর আকতার, সখিনা বেগম ও আনিকা মনিকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। তাছাড়া বুধবার বিকালে চট্টগ্রাম আদালতে মামলার হাজিরা দিয়ে নামার সময় রেজিষ্টি অফিসের সামনে থেকে দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবদুর রহিম, যুগ্ম সম্পাদক হাসান রুবেল, প্রচার সম্পাদক মো. হেলাল, বিএনপি নেতা মো. সাহাবদ্দীন ও মো. রুবেলকে গ্রেপ্তার করেছে হালিশহর থানা পুলিশ। এছাড়া বুধবার রাতে চকবাজার থানা যুবদলের আহ্বায়ক মো. সেলিমকে বহদ্দারহাট থেকে চান্দগাঁ থানা ও বক্সির হাট ওয়ার্ড যুবদল নেতা মো. বেলালকে শাহ আমানত সংযোগ সড়ক থেকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
এদিকে হরতালের সমর্থনে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুল হালিম শাহ আলম ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আবদুল হালিম স্বপনের নেতৃত্বে জামাল খান মোড় থেকে গণি বেকারী ও চট্টগ্রাম কলেজ এলাকায় বিএনপির নেতাকর্মীরা পিকেটিং ও বিক্ষোভ মিছিল করে। এছাড়া মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইসকান্দর মির্জা, আহবায়ক কমিটির সদস্য আর ইউ চৌধুরী শাহীন, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন ও সাধারণ সম্পাদক মুনির আহমেদ চৌধুরীর নেতৃত্বে কাতালগঞ্জ পার্ক ভিউ হাসপাতালের সামনে পাঁচলাইশ থানা বিএনপির মিছিল, চট্টগ্রাম আদালত এলাকায় বার কাউন্সিল সদস্য এড. এ এস এম বদরুল আনোয়ার, ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের আহ্বায়ক এড. আব্দুস সাত্তার, সদস্য সচিব এড. জহরুল আলম, যুগ্ম আহবায়ক এড. শামসুল আলম, শাহাদাত হোসেন ও চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এড. এনামুল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে গোলপাহাড় মোড় ও মেহেদীবাগ এলাকায় মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং করা হয়। এতে অংশ নেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মামুনুর রহমান, মাইনুদ্দীন রাশেদ, সি. যুগ্ম সম্পাদক আলী মর্তুজা খান, যুগ্ম সম্পাদক জমির উদ্দীন নাহিদ, মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের নেতৃত্বে দেওয়ান হাট এলাকায় মহানগর ছাত্রদলের বিক্ষোভ মিছিল, মহানগর বিএনপি নেতা আবদুল হালিম স্বপনের নেতৃত্বে লালখান বাজার টাইগার পাস এলাকায় মিছিল।
চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সভাপতি ফজলুল হক সুমন, খুলশী থানা যুবদলের আহবায়ক হেলাল হোসেন, আকবর শাহ থানা যুবদলের আহবায়ক গিয়াস উদ্দিন টুনু, পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু ও আকবর শাহ যুবদলের সদস্য সচিব মো. ইলিয়াস খাঁনের নেতৃত্বে নগরীর একে খান মোড়, ইস্পাহানি রেল গেইট এলাকায় বুধবার রাতে মশাল মিছিল, এবং হরতালের সমর্থনে নগরীর হালিশহর নয়াবাজার এলাকায় যুবদলের মিছিল, বায়েজিদ হাটহাজারী মহাসড়কে মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল ও বায়েজিদ থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে থানা যুবদলের মিছিল, বাকলিয়া থানা যুবদলের সদস্য সচিব মো. মুছার নেতৃত্বে বাকলিয়া বলির হাট এলাকায় থানা যুবদলের মিছিল, ইপিজেড থানা যুবদলের আহবায়ক হোসনে মোবারক রিয়াদ, সদস্য সচিব এজেএম সোহেল, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউছুপ সুমন, সদস্য সচিব মিজান হোসেন ও ছাত্রদলের আহ্বায়ক মো. শাহেদের নেতৃত্বে ইপিজেড বন্দর সড়কে বিক্ষোভ মিছিল, বোয়ালখালী কানুনগোপাড়া সড়কে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ, চবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে প্রবর্তক মোড় ও ২নং গেইট এলাকায় পিকেটিং ও মিছিল, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজের নেতৃত্বে মিছিল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস কে খোদা তোতনের উদ্যোগে জাকির হোসেন সড়কে খুলশী থানা বিএনপির বিক্ষোভ মিছিল, কদমতলী এলাকায় মহানগর যুবদল নেতা মো. শাহজাহান ও মো. মিল্টনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল, চান্দগাঁও থানা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রহমান আলফাজের নেতৃত্বে নগরীর কাপ্তাই রাস্তার মাথা এলাকায় চান্দগাঁও থানা ছাত্রদলের মশাল মিছিল, পতেঙ্গা থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল, গরিব উল্লাহ মাজার এলাকায় লালখান বাজার ওয়ার্ড আহবায়ক জহিরুল ইসলামের নেতৃত্বে ওয়ার্ড যুবদলের মিছিল, চবি ছাত্রদলের সি. সহ সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে হাটহাজারী সড়কে মশাল মিছিল, আনোয়ারা কাফকো সড়কে দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুর শাহেদ চৌধুরী রিপনের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়।