নিউজ ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা হাসানুরুজ্জামান ইন্তেকালে নগর যুবদলের শোক

নিউজগার্ডেন ডেস্ক: চট্টগ্রাম মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আলী ও সহ সম্পাদক মোহাম্মদ হোসেনুজ্জামানের পিতা বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা মোহাম্মদ হাসানুরুজ্জামান (৮৩) বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ৩ মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার (১ ডিসেম্বর) বাদ জুমা শেষে ফয়েস লেক লেক নুরিয়া মাদ্রাসা জামে মসজিদে জানাজা শেষে আকবর শাহ চৌরাস্তা কবরস্থানে তাকে দাফন করা হয়।

মোহাম্মদ হাসানুরুজ্জামানের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ এক শোক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

মন্তব্য করুন