নিউজগার্ডেন ডেস্ক: ফেসবুক “মেটা” কর্তৃক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের একমাত্র বাগান গ্রুপ অপরাজিতার উদ্যোগে সবুজায়নে উদ্বুদ্ধ করতে একটিভ মেম্বারদের মাঝে শীতকালীন সবজি চারা মরিচ, বেগুন, টমাটে এবং ফলজ চারা আম, পেয়ারা, লেবু এছাড়াও বিদেশি ফুলের বীজ টিউলিপ, বাগান বিলাস, কাটা মুকুট, ক্যাকটাস, বিনামূল্যে বিতরণ করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নান্দনিক,সৃষ্টিশীল, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজের সমারোহের এক দুর্দান্ত প্ল্যাটফর্ম অপরাজিতার উদ্বেগে ১ডিসেম্বর শুক্রবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র সিআরবির শিরীষতলায় এই আয়োজন করা হয়।
প্রতিবারের মতো অপরজিতার আমেরিকা প্রতিনিধি ইয়াসরিন বেগম চট্টগ্রামের ছাঁদ বাগানী, আঙ্গিনা বাগানী ও বারান্দা বাগানীসহ বৃক্ষ প্রেমীকে উদ্ধুদ্ধ করতে টিউলিপ এর বাল্ব ও বিভিন্ন জাতের মরিচের চারা এনেছেন। অপরাজিতা এডমিন প্যানেলের পক্ষ থেকে গ্রুপ এডমিন কলি নাহার রেজিষ্ট্রেশনকৃত ১৫০ জনকে বিনামূল্যে শীতকালীন ফুলগাছ, বারো মাসি ফুল এবং শোভাবর্ধক গাছের চারা বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে গ্রুপ এডমিন কলি নাহার বলেন অপরাজিতার সদস্যরা নিজেদের মধ্যে গাছ, গাছের চারা, বীজ, কাটিং আদান প্রদান করে। সদস্যরা যে যেখানেই থাকুন নিজ উদ্যোগে সবুজায়নে কাজ করে যাচ্ছেন।
শীতকালীন ইভেন্ট এর মাধ্যমে আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে কিছুটা হলেও পূরণ করবে নিরাপদ খাদ্যের চাহিদা এবং সবুজের সাথে কাটবে সুন্দর সময়।
শুধু দেশ নয়, দেশের বাইরেও আপরাজিতা বৃক্ষরোপণের মহতী কাজ করেছে।
এ বিষয়ে গ্রুপটির এডমিন কলি নাহার জানান গত জুলাই মাসের আপরাজিতার সদস্যরা ভারতের কলকাতা পশ্চিমবঙ্গ বাগানি গ্রুপ মুক্ত ধারার আয়োজনে দুই বাংলার সবুজ প্রেমীদের মিলনমেলায় অংশগ্রহণ করে।
বিভিন্ন সময় অপরাজিতা গ্রুপটির সদস্যরা ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় একত্র হন।
তিনি বলেন আমরা কখনো মেম্বারদের কাছ থেকে কোনো চাঁদা নিয়ে গাছ বিতরণ করি না। তবে বিভিন্ন সময় মেম্বাররা তাদের অতিরিক্ত বীজ, গাছের কাটিং দিয়ে থাকেন যা বিভিন্ন ইভেন্ট মেম্বারদের মাঝে বিতরণ করা হয়।
গাছের চারা, বীজ বিতরণই শেষ নয়। সঠিক পরিচর্যা না হলে সবই বৃথা। সেজন্য আপরাজিতা এডমিন প্যানেল পরিচর্যার বিষয়টি গুরুত্বসহকারে দেখে বলে জানা গেল।
সাহায্য চেয়ে গ্রুপে পোস্ট দিলেই হয়। একাধিক অভিজ্ঞ ব্যক্তি সাহায্য হাত বাড়িয়ে দেন। আপরাজিতা গ্রুপের এডমিন হিসাবে আছেন ইঞ্জিনিয়ার যারিন তাসনীম ওশিন। গাছের চারা বিতরণ কালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপরাজিতার উপদেষ্টা মন্ডলির সদস্য তাইফুর রহমান, মামুনুর রশিদ সিপন, উপদেষ্টা নিগার নাজনীন, উপদেষ্টা ফেরদৌস আরা তাহের,মডারেটর নাসরিন তাহের, মডারেটর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মডারেটর তাহা ইসলাম রুমি, মডারেটর রোকসানা আলম, মডারেটর অরোনারা জাহান শিল্পী,মডারেটর অনিমা মাহমুদ, জেলা প্রতিনিধি ডালিয়া আফরোজ, জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি এমডি সুমন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।