চট্টগ্রামে সিইসি কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ

নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে রোববার (৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া ৪৮ ঘন্টা অবরোধের সমর্থনে চট্টগ্রামে নগরীর চান্দগাঁও আরকান সড়কে মিছিল ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কুশপুত্তলিকা দাহ করেছে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসাইনের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ বলেন ‘বর্তমান কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন অতীতের সব নির্লিপ্ততা পেছনে ফেলে ইতিমধ্যে মানসিক বিকারগ্রস্ত হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছে। নির্বাচন কমিশন রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠান। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা পরিবর্তনে নির্বাচন কমিশনের ভূমিকাই মুখ্য। কিন্তু বর্তমান সরকারের ক্ষমতাকে কুক্ষিগত করতে পক্ষপাতদুষ্ট এই কমিশন ইনিয়েবিনিয়ে জাতিকে ধোঁকা দিয়ে একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করার চেষ্টা করছে। দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে ব্যর্থতার দায় নিয়ে অযোগ্য এই সিইসিকে পদত্যাগ করে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের নতুন তফসিল ঘোষণার জোর দাবি জানান।

এসময় মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন