নিউজ ডেস্ক

‘আন্দোলনে জনগণের সমর্থন দেখে সরকার গণগ্রেপ্তার অব্যাহত রেখেছে’

নিউজগার্ডেন ডেস্ক: অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা যুবদল নেতা মো. আরিফ ও ৪ নং চান্দগাঁও ওয়ার্ড যুবদল নেতা মো. নেজামকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।

রোববার (৩ ডিসেম্বর) নেতৃদ্বয় যৌথ এক বিবৃতিতে বলেন ‘সরকার অতীতের ন্যায় আবারো জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতা কুক্ষিগত করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। ক্ষমতা লিপ্সু আওয়ামী সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি উপেক্ষা করে পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে’।

নেতৃদ্বয় আরও বলেন, একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। বিএনপিসহ দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন কমিশন ফরমায়েসি তফসিল ঘোষণা করে ভোটারবিহীন নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগের বিজয়ের পথ সুগম করেছে। ফরমায়েসি তফসিল এবং সরকারের একদলীয় সাজানো নির্বাচনের প্রতিবাদে হরতাল, অবরোধে জণগণের ব্যাপক সাড়া দেখে জালিম সরকার ভীত হয়ে চট্টগ্রামসহ সারাদেশে গণগ্রেপ্তার, গায়েবি মামলা দায়ের করে পুলিশি হয়রানি অব্যাহত রেখেছে।
নেতৃদ্বয়, এইসব জুলুম-নির্যাতন এবং বেআইনি গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

মন্তব্য করুন