নিউজগার্ডেন ডেস্ক: গত ২ ডিসেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের প্রাঙ্গণে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বার্ষিক সাধারণ সভার কাজ শুরু করা হয়।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নূর উর রহমান, ট্রেজারার এম এ সালাম, প্রধান নির্বাচন কমিশনার মো: দিদারুল আলম, সেক্রেটারি মো: আসলাম খান, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, সিটি ভাইস চেয়ারম্যান আলমগীর পারভেজ, কার্যনির্বাহী সদস্য, আজীবন ও বার্ষিক সদস্য এবং যুব সদস্যবৃন্দ।
ইউনিটের ২০২৩ সালের কার্যবিবরণী, ২০২২ সালের অডিট রিপোর্ট, ২০২৩ সালের আয়-ব্যয় ও বার্ষিক প্রতিবেদন এবং ২০২৪ সালের সম্ভাব্য বাজেট পেশ করেন ইউনিট সেক্রেটারী মোঃ আসলাম খান । সভায় উপস্থিত আজীবন ও বার্ষিক সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করেন।
বার্ষিক সাধারণ সভা সম্পন্ন করে ইউনিট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে মোট ১৩ প্রার্থী কার্যনির্বাহী পরিষদের ৭ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।
সভাপতির বক্তব্যে এ টি এম পেয়ারুল ইসলাম বলেন, রক্তদান, আর্ত মানবতার সেবায়, যুদ্ধ বিধ্বস্ত, প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট। সারাবিশ্বের মত বাংলাদেশে রেডক্রিসেন্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। অতিমারী করোনা পরিস্থিতি মোকাবেলায় রেড ক্রিসেন্ট খাদ্য সহায়তা প্রদান, টিকা প্রদান, স্বাস্থ্য সচেতনতায় উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ, অক্সিজেন সিলিন্ডার প্রদান কাজে সহায়তা অব্যাহত রেখেছে। তিনি বলেন, শীত মৌসুমে শীতার্থ মানুষ যেন পর্যাপ্ত শীতবস্ত্র পায় সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান। সচ্ছ হিসাব-নিকাশ বাস্তবায়ন করতে পারছে। হাসপাতালের আয় বৃদ্ধিসহ অন্যান্য সেক্টরে সেবাকার্যক্রম উন্নত করা হয়েছে। বিভিন্ন দিবস উদযাপনসহ নানাবিধ পরিকল্পনা গ্রহণের হাসপাতালের ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। আয়ের পরিমাণ ৩৫-৪০ লক্ষ টাকা থেকে বেড়ে ১ কোটি ৮ লক্ষ টাকায় হয়েছে। ৮ মাসের বেতন বাকি ছিল। এখন ৬ মাসের বেতন পরিশোধ করা হয়েছে বাকি ২ মাসের বেতন পরিশোধ করা হবে। ফলে চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীরা স্বতঃফূর্ত ভাবে সেবা প্রদান করছে এতেই উন্নত হয়েছে সেবার মান।
নির্বাচনে ভোট দেওয়ার পর বেশ খুশি চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টে সোসাইটি ও জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। তিনি বলেন, ‘‘আজ সকলের খুশি দিন। এই ইউনিটের দায়িত্ব নিয়ে আমি বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হয়েছি।
গতকাল নগরীর আন্দরকিল্লাস্থ জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ভাইস চেয়ারম্যান, সেক্রেটারিসহ ৭টি পদে দুই হাজার ৯৪৬ জন আজীবন সদস্য ও ৪৩৪ জন বার্ষিক সদস্য ভোটাধিকার প্রয়োগ করার কথা। কিন্তু দিনশেষে সর্বমোট ৮৮৯ ভোট কাস্ট হয়েছে।
নির্বাচনে ভাইস চেয়ারম্যানের একটি পদের বিপরীতে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে ফখরুল ইসলাম চৌধুরী পরাগ ৫০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী পেয়েছেন ৩৪১ ভোট। ৪৮৯ ভোট পেয়ে মোহাম্মদ আসলাম খান সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল মালেক খান পেয়েছেন ৩৬৬ ভোট। কার্যকরী সদস্যের ৫টি পদে ৫৬২ ভোট পেয়ে রাইসুল ইসলাম চৌধুরী, ৫১২ ভোট পেয়ে হাসান মুরাদ বিপ্লব, ৪৮৮ ভোট পেয়ে মোহাম্মদ শাহিদুল ইসলাম, ৪৮১ ভোট পেয়ে মোহাম্মদ ইসমাইল হক এবং ৪৭২ ভোট পেয়ে সুগ্রীব কুমার মজুমদার দোলন নির্বাচিত হন।