মোঃ ছরওয়ার কামাল: চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে ১৬৪০ লিটার চোরাই তেল ও মোবিলসহ দুই যুবককে আটক করেছে র্যাব। মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন, ফুলছড়ি পাড়ার মো. ইসমাইলের ছেলে মো. সোলাইমান ও একই এলাকার নুর সোবহানের ছেলে নিজাম উদ্দিন ওরফে কিরিচ নিজাম। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম।অনুসন্ধান বলছে, দীর্ঘদিন ধরে পতেঙ্গা সমুদ্র সৈকত (সীবিচ) এলাকায় জাহাজ থেকে মাদক ও তেল চুরিতে জড়িত একটি সিন্ডিকেট। র্যাব ও পুলিশের অভিযানে বহুবার সিন্ডিকেট সদস্যদের অনেকে আটকও হয়েছেন। তবে প্রতিবারই মূলহোতা আটক বা মামলা থেকে রেহাই পেয়ে যান।
পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম বলেন, বেলা সাড়ে বারোটার দিকে সীবিচ এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় ১২৮০লিটার ডিজেল, ২৮০লিটার মোবিল ও ৮০ লিটার কালো তেলসহ মো. সোলাইমান ও নিজামকে গ্রেপ্তার করা হয়। তাদের দু’জনকে আসামি করে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের হয়েছে। আজ (মঙ্গলবার) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।