অবরোধের সমর্থনে চট্টগ্রামে যুবদলের মিছিল

নিউজগার্ডেন ডেস্ক: একতরফা নির্বাচন বাতিল এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবীতে অবরোধের সমর্থনে বুধবার (৬ ডিসেম্বর) চট্টগ্রামে বায়েজিদ থানা যুবদলের উদ্যোগে অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে মিছিল, চান্দগাঁও থানা যুবদল পুরাতন চান্দগাঁও আরাকান সড়কে মিছিল ও সড়ক অবরোধ এবং ২ নং জালালাবাদ ওয়ার্ড যুবদলের উদ্যোগে বায়েজিদ কাঁচা বাজার-মেইন রোডে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৃথকভাবে উক্ত কর্মসূচিতে যুবদলের নেতৃবৃন্দ বলেন, ‘জনগণ অবরোধ কর্মসূচিকে সর্বাত্মকভাবে সমর্থন জানিয়েছেন, জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে একতরফা নির্বাচন করলে এটা দেশবাসী মানবে না। প্রহসনের নির্বাচনের আয়োজন থেকে সরকার ও নির্বাচন কমিশনকে ফিরে আসতে হবে। অন্যথায় জনগণের রুদ্ররোষ থেকে আওয়ামী লীগ ও তাদের দোসররা রেহাই পাবে না। অবিলম্বে নির্বাচন স্থগিত করে সরকারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় এই ফরমায়েশি তফসিলে বাংলাদেশে একতরফা কোনো নির্বাচন হবে না, জনগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবে’।

নেতৃবৃন্দ অবিলম্বে সরকারের পদত্যাগ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ হাজার-হাজার নেতাকর্মীর মুক্তি এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানান।

এতে বক্তব্য রাখেন বায়েজিদ থানা যুবদলের আহবায়ক অরূপ বড়ুয়া, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক জাফর আহমেদ খোকন, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু, সদস্য সাইদুল হক সিকদার, থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুসহ মহানগর, থানা ও ওয়ার্ড যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ।

মন্তব্য করুন