নিউজগার্ডেন ডেস্ক: অবরোধকে কেন্দ্র করে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরীতে যুবদলের আরও ৭ জন নেতাকর্মীকে বিনা গ্রেপ্তারি পরোয়ানায় গ্রেপ্তার করেছে পুলিশ!
এরা হলেন চান্দগাঁও থানা যুবদল নেতা মো. ইব্রাহিম, যুবদল নেতা মো. তামজিদুল ইসলাম, মো. নজরুল, মো. নজরুল ইসলাম, যুবদল নেতা মো. হাসান, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবদল নেতা মো. সফিকুল ইসলাম শফি ও মো. নাদিম,
চট্টগ্রামে গণহারে যুবদল নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
নেতৃদ্বয় বুধবার (৬ ডিসেম্বর) এক যৌথ বিবৃতিতে বলেন, 'জনগণের অধিকার আদায়ের আন্দোলন বানচাল করার হীন চেষ্টা উদ্দেশে নেতাকর্মীকে সরকার অন্যায়ভাবে গণগ্রেপ্তার করে যাচ্ছে।
নেতাকর্মীদের ওপর সরকারের অমানবিক জুলুম-অত্যাচার, নিপীড়ন চালাচ্ছে।
চট্টগ্রামসহ সারাদেশে বিএনপির নেতাকর্মীদের গণগ্রেফতার, হামলা, মামলা করে প্রহসনের একতরফা নির্বাচন কখনো বাংলার মাটিতে করতে পারবে না, জনগণ এ নির্বাচন প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবে।
নেতৃদ্বয়, গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানায় যুবদলের ৭ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।