নিউজগার্ডেন ডেস্ক: সাইলেন্ট থিয়েটার আয়োজিত মূকাভিনয় কর্মশালার সমাপনী দিনে ০৯.১২.২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। অন্যান্য অতিথিরা হলেন কবি আশীস সেন, সরকারী সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক স্যার, এডভোকেট আবু আনিস খান এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহ সভাপতি সোলেমান মেহেদী। সমাপনী বক্তব্য রাখেন সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান। সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অর্থ-সম্পাদক মেজবাহ চৌধুরীর পরিচালনায় দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার ১ম দিন ০৮.১১.২৩ কর্মাশালার উদ্ভোধন করেন নাট্যজন শেখ শওকত ইকবাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সুচরিত দাশ খোকন, নাট্যজন লালন দাশ, মূকাভিনয় শিল্পী এবং নির্দেশক মাসউদুর রহমান, নাট্যকর্মী সীমা চৌধুরী এবং সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান। সারকারী সিটি কলেজ রোভার গ্রুপের সহযোগিতায় কর্মশালার সমন্বয়কারী ছিলেন রিদওয়ানুল নকিব এবং মোহাম্মদ ইস্রফিল। এই কর্মশালায় মোট ১৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন। সাইলেন্ট থিয়েটারের দুইদিনের কর্মশালা সম্পন্ন হয়।
সাইলেন্ট থিয়েটার আয়োজিত মূকাভিনয় কর্মশালার সমাপনী দিনে ০৯.১২.২৩ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন প্রদীপ দেওয়ানজী। অন্যান্য অতিথিরা হলেন কবি আশীস সেন, সরকারী সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক স্যার, এডভোকেট আবু আনিস খান এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহ সভাপতি সোলেমান মেহেদী। সমাপনী বক্তব্য রাখেন সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান। সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের অর্থ-সম্পাদক মেজবাহ চৌধুরীর পরিচালনায় দুই দিনব্যাপী মূকাভিনয় কর্মশালার ১ম দিন ০৮.১১.২৩ কর্মাশালার উদ্ভোধন করেন নাট্যজন শেখ শওকত ইকবাল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্যজন সুচরিত দাশ খোকন, নাট্যজন লালন দাশ, মূকাভিনয় শিল্পী এবং নির্দেশক মাসউদুর রহমান, নাট্যকর্মী সীমা চৌধুরী এবং সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান। সারকারী সিটি কলেজ রোভার গ্রুপের সহযোগিতায় কর্মশালার সমন্বয়কারী ছিলেন রিদওয়ানুল নকিব এবং মোহাম্মদ ইস্রফিল। এই কর্মশালায় মোট ১৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করেন।