কদম মোবারক প্রাথমিক বিদ্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

নিউজগার্ডেন ডেস্ক: মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশ থেকে শিশুদের যেন রাতকানা রোগ এবং অন্ধত্ব, অপুষ্টিজনিত সমস্যা দূর হয় সেই লক্ষ্যে সারাদেশব্যাপি ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয় এর অংশ হিসাবে আজ ১২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা স্থায়ী ক্যাম্পাসে কদম মোবারক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভিটামিন এ ক্যাম্পেইন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন জুয়েল।

এতে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সাইফুল বারী চৌধুরী, ছাত্রনেতা সাদ্দাম হোসেন, সহকারি শিক্ষক তমিশ্রা সেন, শিখা রানী শীল, প্রিয়াংকা,স্বাস্থ্যকর্মী মোঃ আবু জাফর চৌং, আনিসুল ইসলাম, সিফাতুর রশিদ সোহান প্রমুখ।

সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন জুয়েল বক্তব্যে বলেন আগামী প্রজম্মকে সুস্থ দেহ ও মনের অধিকারী গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন “এ” অভাবে হয়। তাই সরকার সবধরণে অপুষ্টি রোধে জাতীয় পুষ্টিসেবা কাযক্রমসহ ব্যাপক কর্মসূচি গ্রহন করেছে। তিনি বলেন এই অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন “এ” ক্যাপসুল কার্যকরি ভুমিকা পালন করে থকে। তাই বর্তমান সরকার এর উদ্যোগে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এর ফলে রাতকানা রোগ ও অন্ধত্বের হার বর্তমানে নামিয়ে আনা সম্ভব হয়েছে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে স্বাস্থ্যবান করে গড়ে তুলতে সরকারের পাশাপাশি নগরবাসিকে এগিয়ে আসার আহবান জানান।

মন্তব্য করুন