নিউজগার্ডেন ডেস্ক: সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও মহাসচিব সহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিএনপির ডাকা ৩৬ ঘন্টা অবরোধের প্রথম দিন মঙ্গলবার (১২ ডিসেম্বর) নগরী ও জেলার বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে চট্টগ্রামের বিএনপি নেতাকর্মীরা। অবরোধের সমর্থনে বুধবার রাতে বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ মশাল মিছিল বের করা হয়। রবিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের মানববন্ধন কর্মসূচি শেষে ফেরার পথে চান্দগাঁও থানা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আজম মাসুমকে বিনা ওয়ারেন্টে সাদা পোশাকধারী পুলিশ গ্রেফতার করেছে। অবরোধকে কেন্দ্র করে চট্টগ্রামে আরো ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
এরমধ্যে উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিমকে রবিবার সন্ধ্যায় নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। তাছাড়া পূর্ব ষোলশহর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. কবির ও ওয়ার্ড যুবদল নেতা মো. সিরাজকে চান্দগাঁও থানা, ছাত্রদল নেতা সালাউদ্দিন ও রাজু মিয়াকে র্যাব, সীতাকুণ্ড মুরাদপুর ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিনকে সীতাকুণ্ড থানা ও ডবলমুরিং থানা যুবদল নেতা ইউনুছ হাওলাদারকে নাজিরপুলে মিছিল থেকে গ্রেফতার করেছে ডবলমুরিং থানা পুলিশ।
এদিকে অবরোধের সমর্থনে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইস্কান্দার মির্জা, মন্জুর আলম মন্জু, পাঁচলাইশ থানা বিএনপির সভাপতি মামুনুল ইসলাম হুমায়ূন ও সাধারণ সম্পাদক মনির আহম্মেদ চৌধুরীর নেতৃত্বে মির্জাপুল এলাকায় পাঁচলাইশ থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। তাছাড়া উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার বেলায়েত হোসেন, সারোয়ার আলমগীর ও কাজী মো. সালাউদ্দীনের নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদার হাট এলাকায় উত্তর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, দক্ষিণ মধ্যম হালিশহর ওয়ার্ড বিএনপির সভাপতি আজম উদ্দিনের নেতৃত্বে বন্দর মাইজপাড়া লোহারপুল এলাকায় বিএনপির মিছিল, গোসাইল ডাঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির সোহেল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুনের নেতৃত্বে বিএনপির মিছিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দীনের নেতৃত্বে ফকির হাট এলাকায় উপজেলা বিএনপির মিছিল, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দুপুরে চন্দনাইশ বরকল সড়কে মিছিল, মহানগর যুবদলের প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সহ সম্পাদক জাহাঙ্গীর আলম বাবু ও বায়েজিদ থানা যুবদলের সদস্য সচিব মনজুর আলম মঞ্জুর নেতৃত্বে অক্সিজেন হাটহাজারী সড়কে থানা যুবদলের মিছিল, কোতোয়ালী থানা যুবদলের আহবায়ক নুর হোসেন নুরু নেতৃত্বে শাহ আমানত ব্রীজ সংলগ্ন রাজাখালী এলাকায় কোতোয়ালী থানা যুবদলের মিছিল, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য জায়েদ বিন রশিদ, মহানগর যুবদলের ক্রীড়া সম্পাদক জসিম উদ্দিন সাগর, যুবদল নেতা মুহাম্মদ জাহাঙ্গীর, মো. আলমগীর, ইয়াসিন আরাফাত, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ হোসেন খান জোসির নেতৃত্বে জুবলী রোড় এনায়েত বাজার এলাকায় মিছিল, মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি আলিফ উদ্দিন রুবেল, জাফরুল ইসলাম রানা, এন মো. রিমনের নেতৃত্বে বদ্দারহাট বাদুরতলা এলাকায় মিছিল, সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক ফজলুল করিম চৌধুরী ও সি. যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন রাজুর নেতৃত্বে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়ীয়া এলাকায় উপজেলা যুবদলের মিছিল ও সড়ক অবরোধ, দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবির নেতৃত্বে পটিয়ায় মিছিল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন রাজুর নেতৃত্বে বন্দর লিংক রোড়ে মিছিল, বন্দর থানা কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আনোয়ারা মোহছেন আউলিয়া মাজার সড়কে মিছিল, সোমবার রাতে আনোয়ারা উপজেলা বিএনপির উদ্যোগে আনোয়ারা পিএবি সড়কের মাজারগেট এলাকায় মশাল মিছিল, কর্ণফূলী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামীমের নেতৃত্বে শিকলবাহা ক্রসিং এলাকায় মিছিল, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা বিএনপি নেতা আবুল হোসেনের নেতৃত্বে সাতকানিয়া বাজালিয়া সড়কে মিছিল, পটিয়া পৌরসভা যুবদল নেতা এস এম রেজা রিপনের নেতৃত্বে পটিয়া পৌরসভায় এবং দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়নের নেতৃত্বে পটিয়ায় উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।