নিউজগার্ডেন ডেস্ক: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপন উপলক্ষে আজ মঙ্গলবার সকালে নগরীর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে টিকা ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্থানীয় ওয়ার্ড অধ্যাপক মোহাম্মদ ইসমাইল। ভিটামিন এ ক্যাম্পেইনের উদ্বোধনকালে কাউন্সিলর বলেন, ভিটামিন ‘এ শুধমাত্র অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে তাই নয়, শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে এবং ডায়রিয়ার ব্যপ্তিকাল ও জটিলতা কমায় সাথে-সাথে শিশু মৃত্যু ঝুঁকি কমায়। তিনি আরো বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুর মধ্যে ভিটামিন এ-এর অভাবজনিত রাতকানা রোগের প্রাদূর্ভাব কমায়। এসময় উপস্থিত ছিলেন ডাঃ ইবলুন, কলামিস্ট নুরুজ্জামান সান্টু, ওয়ার্ড আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মাহাবুল আলম ও যুবলীগ নেতা শাহীন আহমেদ প্রমুখ।