মুহাম্মদ এহছানুল হক মিলন
খুব সাবধানে থেকো
পথ হেঁটে সাবধানে।
আমি জানি
আমার সাথে যতো বেশি রাগ করো
যতো বেশি অভিমান করো
ততো বেশি মেজাজ খারাপ হয়
তোমার নিজের প্রতিই।
প্রচ- যন্ত্রণা দগ্ধ করে তোমাকে,
তোমার ভেতর বাহির
অস্থিসর হয় প্রতি মুহূর্ত
প্রতিক্ষণ
তোমার মন-মননে, হৃদয় গহনে
অনুক্ষণ আমার ছায়া পড়ে
মুখে অবয়বে।
তোমার কোনো কাজই আর
স্বাভাবিক থাকে না।
আমি জানি
তুমি যখন অভিমান করো
তখন আমি থাকি তোমার ভাবনায়।
খুব সাবধানে থেকো তুমি
সাবধানে পথ চলে।
ব্যথা পেতে পারো আনমনে।
খবরটি পড়েছেনঃ ১৯